বাক্‌ ১৪২ ।। রাজীব দে রায়


বাতিঘর  


অন্ধকারকে ভয় পেয়ে প্রপিতামহ পাথরে পাথর ঠুকলেন - আগুনের ছ্যাঁকা লাগল কৃষ্ণগহ্বরে।

এরপর ----
পৃথিবী দাবীদাওয়াহীন গোলামী দাবী করল,
গোষ্ঠী নিরঙ্কুশ বশ্যতা দাবী করল,
প্রেম নিঃশর্ত আধিপত্য দাবী করল...

বিপজ্জনক লালচে খাদের ধারে দাঁড় করিয়ে আমাদের ঠেলে দেওয়া হ'ল। মদের পিপের মত বিশৃঙ্খলভাবে গড়িয়ে চললাম, ঠোক্কর খেতে খেতে এগিয়ে চললাম রসাতলের দিকে।

যাবার আগে, চরাচরকে ২১ বার হনন করলাম। গোষ্ঠীর ২১'শে আইনের বিরুদ্ধে দিস্তেকয়েক ইস্তেহার ওড়ালাম। 'আত্মহত্যার অধিকার' বিষয়ক নাটকে ২১ বার অভিনয় করলাম।

এসব করতে গিয়ে ভুলে গেলাম যে, প্রপিতামহের চোখ ফসফরাসের চাইতেও বেশী উজ্জ্বল ছিল।

1 comment: