বাক্‌ ১৪২ ।। ফেরদৌসী আক্তার



দাবি 

যে ছিলো, সে নেই 
শুকিয়ে হাওয়া হয়ে গেছে ;
শুধু জল দিয়ে আঁকা আছে জলের ছবি। 
মৃত্যু মিছিলের সামনে দাঁড়িয়ে ...
সততায় সততার প্রশ্ন ঠোকা; 
মানুষ  শব্দই কি পৃথিবীর শ্রেষ্ঠ ধোকা???
প্রেম বিনোদন মাত্র?
প্রেমিকা কেবল হস্তমৈথুনের প্রতিমা?
মা আমাদের কেউ নয়?
এই যদি হয়! তবে 
লিখে নেও পৃথিবী!
লাল ঝান্ডা হাতে মাতৃগর্ভে আমার ফেরত যাবার দাবি। 




কে কাকে কবে ভালোবাসি? 

এ কেমন থাকা?
প্রেয়সী ধাতু চোর,
প্রত্যেক প্রেমিকের হস্তমৈথুনে লেখা।
জলের তলার পাক,
সমান্তরাল জল দিয়ে কেন ঢাকা? 

তবে কি মিথ্যা এই কাঁধে কাঁধ গল্প পাশাপাশি?
কে কাকে কবে ভালোবাসি? 




আদি - অন্তহীন স্বাধীনতা

পথের দিশা দেবে বলে, 
আলোর ছেলেটা ভালোবাসে; কুকুর। 
কত সোস্যাল গল্প! এটা ওটা সেটা ...
শোনেনা ...। 
কুকুর কুকুরই! মানুষ - ই  মানুষ না, 
ছেলেটা কুকুরকে  আর ভালোবাসে না।
কে বোঝে? 
দাসত্ব ও প্রভুত্বের মাঝখানে যে দাঁড়িয়ে থাকে
সে ই  আদি - অন্তহীন স্বাধীনতা!


No comments:

Post a Comment