বাক্‌ ১৪২ ।। রাখী সরদার



নাবিক কবির স্মৃতি


তোমাকে নাবিক কবি রূপে
বহুদিন থেকে চিনি।

প্রতিদিন লিখে যেতে ভাঙা মাস্তল,সুনামি ও লুকানো জেলিফিস।

বেশ রোমাঞ্চকর

এক রাতে সঙ্গোপনে
তোমার কবিতা ছুঁয়েছি কি

আচমকা নোনা সমুদ্র ছুটে আসে বারান্দায়,
এডিসন নামের জাহাজটি নীল পতাকা
উড়িয়ে সোজা ঢুকে পড়ে ঘরে...

দেওয়ালগুলো মূর্তিমান ঢেউ,জানালার
বাইরে বাইরে ফুঁসে উঠছে ঝড়
তুমি শান্ত নির্বিকার!

কোনভাবে
  সাঁতরে সাঁতরে
কার্নিশ ধরবো কি,পাশে হঠাৎ হাঙর!
দাঁতে কাটে নাপাক শরীর

রক্ত মুছে ছিঁড়ে ফেলি কবিতার খাতা
তুমি দক্ষ নাবিকের মতো
জাহাজ ঘুরিয়ে হ‌ও নিরুদ্দেশ।

এখন যা পড়ে আছে, ছেঁড়া কবিতার শেষে
অন্তহীন ফেনা আর

নাবিক কবির স্মৃতি...


No comments:

Post a Comment