বাক্‌ ১৪২ ।। প্রণব রুদ্র



মাংস জ্যোৎস্নায়

এর উৎস কোথায় মশার কামড়
বিড়াল কেন ঘেউ ঘেউ ডাকছে
জোনাকির আলো সূর্যের তেজে নামবে পৃথিবীতে
তোমার পৌরুষে আমি ক্রীড়নক হবো
মুখ ভর্তি ভরে উঠে সাদা ফেনা
ছেলেবেলার অল্প উঁচু নারী বুকে
কালবৈশাখী টাইটানিক ডুবে গেল
কতবার লাল সিগনালে পাউরুটি খেল কুকুর
সূর্য অস্ত গেলে রাতের অন্ধকারে
পৃথিবীর বুকে লাথ্ মারে রূপান্তরের চাঁদ

No comments:

Post a Comment