বাক্‌ ১৪২ ।। অনিমেষ প্রাচ্য



ক্যারিস ফান হাউটেন ও কালো প্রজাপতি


-এই নিষিদ্ধ আলোয় আমার জীবন গিয়েছে ভরে,- সঙ্গম কোনো 
কৌতূহলী বেদনারপ্রজাপতিলাশে।


নষ্ট ভ্রুণের মাঝে উড়ে চলে ক্যারিস ফান হাউটেনের অভিনীত এক কালো প্রজাপতি,- পৃথিবীর শেষ ঘোড়া
কাহারেও ভালোবাসে নাই, 
আর একটি পবিত্র নরকের রাত


তোমার প্রেমের উপত্যকায় মৃতদেহ ভেসে ওঠে হুইস্কির বোতলে কোরে সন্ধ্যার নিভৃত আলোয়। পৃথিবীর গোলাকার স্তনের মতো ঘাসজমির উপত্যকা


এই অন্ধকার ঘুম

ক্ষত-বিক্ষত কুইন্স


তাহারা বোলেছিলো আসিবে ফিরে, ভোর হয়ে, কাকাতুয়ার পাখায় উড়িবে একবার, যাতনার মতো
অনুপস্থিতির নিশ্চক্ষু রাতে


নক্ষত্রও যাকে মিথ্যা প্ররোচনায় হারায় তার উত্তরসূরি জীবন
অন্ধ কর্ডনের ভেতর, শিশু চৌবাচ্চায় খেলা করে প্রজাপতিআঙুলে 
-এক, পৃথিবীর রাজকীয় ঘুম।







যৌনফড়িং শুয়ে আছে- নিভৃত লজ্জায়


নিষিদ্ধ জীবনের দিকে তাকিয়ে, সঙ্গিহীন স্তনের পরচর্চায়, আজ আমি ভুলে গেছি, 


-গ্লানির ভেতর;- অন্ধকার জমে থাকা কালো পিচে 
বেদনার যৌবন আত্মহত্যার দ্রুতগামী যান ছুটে চলে, 
বহুবার জন্মের অপেক্ষায়। 


অ্যামোন কী ব্রেস্ট সার্কেলের নগ্নতায় ভেসে চলা
চৈত্রেরনির্লজ্জ সন্ধ্যা অভিমুখি সর্বাত্মক জীবনের উপশম ঘৃণা কোরে,

প্রজাপতির বুক চিড়ে বের হয়,— নির্লিপ্ত ঘাস। অদ্ভূত বেদনার ঘৃণা।


জন্ম গিয়েছে মরে, শৈ-শব শিথানে,


ইংগ্রিড জঙ্কারের উদ্ভট যৌনফড়িং ভেবে,— কাব্যের ভেতর উড়ে চলে লাল কোনো প্রজাপতিঘোড়া।

No comments:

Post a Comment