বাক্‌ ১৪২ ।। মান্টি অধিকারী দত্ত




আমার কবিতাদিন

কবিতার নীচে দেখা, তখনও উষ্ণতা শ্বাসে চাপা পড়ে আছে 
আহত কুকুর যেন, অসুখেরা আসে পিছুপিছু 

পেছনে তাকাতে ভয় 
মুখে এত বসন্তের দাগ
অক্ষরবৃত্তের মতো যতিদের জিভ এত  ঝুলে আছে 

আঁধারগাছের নীচে বর্ষাকাল শুরু হয় হয়




সংসার 

সবটুকু যত্নে রাখলে মরচে ধরে সংসারে

যে চরিত্রের ভোর নেই
তার চোখে রোদ
                সেঁকে নিচ্ছে আলো 

টুকরো টুকরো দীর্ঘশ্বাস একত্রে বেজে ওঠে 

উষ্ণতা ফুঁড়ে জন্ম হয় 
লালচে সন্ন্যাসিনীর

9 comments: