বাক্‌ ১৪২ ।। পলাশ কুমার পাল


কবিতা


১.
এক কাপ চা উল্টে
একটা গীটার বেজে ওঠে
শবদেহের পাশে

পিঁপড়েরা সারি সারি বিস্কুট খেয়ে
আলাপচারিতা চালায়

আরেক কাপে মরুভূমি ভরে...

২.
পর্দাটা যতটা সরে
ঠিক ততটা ফুলের বাগান স্প্রে করে
গলিপথে কোনো এক বাঁশিওয়ালা
মৃত-গান ডিঙোয়...

এক শিশু হেসে ওঠে
পর্দার ওপারে

৩.
নিজেই নিজেকে চাটি
ঘিয়ের বাটিতে মুখ রেখে,
তার নীচে চরা হাসে
তার নীচে পোড়া সরা...

সারা বাড়ি ম ম করে ঘিয়ের গন্ধে

৪.
এসি থেকে যে জল চুঁইয়ে চুঁইয়ে পড়ে
তার নীচে হাঁ করে শিশুটি;
বসে বসে শুয়ে পড়ে
শুয়ে শুয়ে কুয়ো হয়,
সিনেমা ওঠে উথলে-

৫.
ক্যামেরার নিঃশ্বাস 
ঝরা বকুলেরে আদর করে,
নদী বহে সাড়ে-তিন-হাত পাহাড়ের পাশে

কুল-কুল    কু-ল-কু-উ-ল

কোনো এক সমুদ্র হাতে
রাখাল মাছ ধরে তাতে

1 comment: