বাক্‌ ১৪২ ।। রণজিৎ অধিকারী




অনায়ত্ত 

দূরত্ব,-- যা পড়ে আছে মাঝখানে।     
আশ্চর্য আর আজগুবি সব জিনিসে ঠাসা -- এক
পরিত্যক্ত রাস্তা বা কখনোই রমণযোগ্য হবে না আর
                                  তেমনই রুক্ষ যোনিপথের মতো।
মনে পড়বে একদিন -- ভালোবাসা গিয়েছিল যেইসব
বিকেল আর রাত্রিকে ; সেই ইন্দ্রিয়ময় প্রণয়
ভেদ করতে পেরেছিল যতদুর -- সেই দূরও
আজ দূরত্বের মাঝে কোথাও মিশেছে।
কোনোদিন এইসবও মেপে নেওয়া যাবে, তেমন
মেধাবী যন্ত্র এনে আমাদের শীৎকার আর দীর্ঘশ্বাসের,
আলো আর অন্ধকারের তফাত মেপে নিতে গিয়ে দেখব --
হাস্যকরভাবে আমরা উপগত হয়েছি আর সোল্লাস সঙ্গমের পর
পরাজয়ের ভঙ্গিতে বসে থেকেছি  দিনের পর দিন। কেননা
রাস্তা -- যা দূরত্ব মাপার এক সহজতর একক, তা আজও
                                                          আয়ত্ত করা যায়নি।  
                               

14 comments:

  1. Unique u r in the usage of symbols..irony and Epiphany is noteworthy in all of yours poems ..🙏

    ReplyDelete
  2. অসাধারণ, আপনার কবিতা বরাবর মুগ্ধ করে আমাকে। শুভেচ্ছা জানবেন!

    ReplyDelete
  3. বেশ ভালো লাগল

    ReplyDelete
  4. ভীষণ ভাল কবিতা । এমন কবিতা গুচ্ছাকারে পড়তে মন চায় । রচনাগুলোর দিকে তাকিয়ে ভাবুন একবার ,যদি সেই ভাবনায় এমন রচনা গুচ্ছকবিতার বা সিরিজের কবিতার দাবি করে ,তবে রচনা করে ফেলুন সে লেখা । নিজের জন্য হলেও করে ফেলুন । সেই লেখাগুলো একদিন খুঁড়ে বের করবে পাঠক, এই লেখাটির মতো ।

    শুভদীপ নায়ক

    ReplyDelete
  5. ভীষণ ভাল কবিতা । এমন কবিতা গুচ্ছাকারে পড়তে মন চায় । রচনাগুলোর দিকে তাকিয়ে ভাবুন একবার ,যদি সেই ভাবনায় এমন রচনা গুচ্ছকবিতার বা সিরিজের কবিতার দাবি করে ,তবে রচনা করে ফেলুন সে লেখা । নিজের জন্য হলেও করে ফেলুন । সেই লেখাগুলো একদিন খুঁড়ে বের করবে পাঠক, এই লেখাটির মতো ।

    শুভদীপ নায়ক

    ReplyDelete
  6. ভাবি, এভাবেও ভাবা যায়...

    সুন্দর।

    ReplyDelete
  7. ভীষণ ভালো একটি কবিতা।

    ReplyDelete
  8. চমৎকার লেখা। আপনার অসামান্য লেখা পড়ে বিস্ময়ের মুখোমুখি হই। এতো মৌলিক। একটা স্বতন্ত্র স্বরে কথা বলেন আপনি। আন্তরিক ধন্যবাদ।

    ReplyDelete
  9. "রাস্তা -- যা দূরত্ব মাপার এক সহজতর একক, তা আজও
    আয়ত্ত করা যায়নি।" কিছু অভিজ্ঞতার অভিক্ষেপ বারবার ফিরে আসে।

    ReplyDelete
  10. খুব ভালো লেখা৷

    ReplyDelete