বাক্‌ ১৪২ ।। শর্মিষ্ঠা বিশ্বাস



ভগবান গো

  
মাথা কাটা সেই গাছে
পালকের মতো কোনো নরম একদিন 
অর্ধেক পৃথিবী
এসে শুনিয়েছিলো পাখিজীবনের ওড়াউড়ি কৌশল। 

আরো অর্ধেকের কাছে
পাওনা থেকে গেছে আরও কিছু শোনার।

ভগবান গো, ভগবান...

কাটা মুন্ডের ওই খোলা দু'চোখে যে আজ
কেবলই ঘাসের জলন্ত উনুন ! 

উড়নচণ্ডী দশার উপরে
মাথাকাটা সেই গাছের ঠোঁটের আগায় ডুগডুগির বাজার।     

বাজার ঘুরে ঘুরে দেখাটা আজও ছাড়তে পারিনি 
ভগবান গো, ভগবান.....    

2 comments:

  1. খুব ভালো কবিতা

    ReplyDelete
  2. ছোট করে একটি দৃশ্য,তাকে মোচড়ে চিত্রে এঁকে ফেলা।দারুণ হে দারুণ।🌷।

    ReplyDelete