বাক্‌ ১৪২ ।। মনোতোষ আচার্য



কবিতা

পুরোনো কমণ্ডলু বাঁকা নদী ডুবে যায় কোমর অবধি
ছেঁড়া কমলাসন
পোকাদের সম্বৎসর বাস-ভুঁই   
কুলুঙ্গিতে দোল খায় প্রাচীন দেবতা
ঝুলমাখা গ্রামথান, ঢিপিজুড়ে সিঁদুর মাখানো   
মানতের উপচারে থই থই গাছালির প্রাণ

এই পোড়ো জমিটুকু উত্তরাধিকার
নিশ্বাস নেওয়ার আগে বিশ্বাসের যতটুকু দাম
অনার্য টুইর খোঁপা ঢেকে নেয় নদীপাড়, আদিবাসী গ্রাম
তিলখেত --- চৈত্রমাস --- পতঙ্গের অযোনি পরাগ

পাতাদের মহল্লায় ফেলে আসা
বসন্তের আলতা চিরুনি
নাকফুল টিপপাতা অগুরু চন্দন আর কর্পূরের শিশি
আনন্দ গুড় বাতাসা
নকুলদানার মতো মিঠা যৌবন
বিশ্বাস পবিত্র ব্যাধি বলেছেন পতিতপাবন...           


2 comments: