বাক্‌ ১৪২ ।। সঞ্চিতা দাস



দশদিক

ঝরা পাতার উপর দেখি
হাড়-পাঁজর; জোড়ায় জোড়ায় এঁকেবেঁকে
আকাশের দিকে দু হাত ছড়িয়ে রয়েছে
যেন পাতাল থেকে উঠে এসেছে এই দুঃখের ডাক
মাটির কুঁজো পিঠ, বুক ভিজে গেছে

ভীষণ স্তব্ধ সময় ...
গা ডুবিয়ে ভাবে-
আর কতটা কঠিন কুয়াশা?
আর কতটা দীর্ঘ পথের পর তেষ্টার জল পাবো ?
সেসব কিছু জানি না। এখন দেখতে পাই -

আমার সমস্ত শক্তি ধীরে ধীরে কেঁপে উঠেছে, হাওয়া দিচ্ছে হালকা
পাতার সঙ্গে উড়ে যাচ্ছে উন্মাদনা...
নির্জনে সমস্ত ফল হলুদের ভেতর থেকে মুখ তুলছে আর
সারা দুপুর ধরে ঝিমোছে দশদিক।


12 comments:

  1. খুব ভালো কবিতা। আপনার কবিতায় একটা ওয়াইড ভাবনার ব্যাপার আছে।
    যা বুঝিয়ে দেয়, আপনার দৌড় অনেক দূরের।

    ReplyDelete
    Replies
    1. আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনাকে প্রণাম।

      Delete
  2. বেশ ভালো লাগল

    ReplyDelete
  3. তোমার মতামত জেনে খুশি হলাম দাদা।

    ReplyDelete
  4. চমৎকার শব্দ চয়ন,সত্যি দিনের পর দিন তোমার লেখনীর চিন্তাধারা আরো বিকশিত হয়ে উঠছে ।

    ReplyDelete
  5. ভালো হয়েছে।

    ReplyDelete
  6. খুব ভালো লাগলো পড়ে আমার। ভবিষ্যতে আশা করি এমন আরো লেখা পড়ার সুযোগ পাবে।

    ReplyDelete
  7. কঠিন পাথর কাটি
    মূর্তিকর গড়িছে প্রতিমা
    অসীমেরে রূপ দিক
    জীবনের বাধাময় সীমা ।"

    ReplyDelete
  8. ভালো,বেশ।

    ReplyDelete
  9. বেশ ভালো লেগেছে।

    ReplyDelete