বাক্‌ ১৪২ ।। রাজর্ষি দে



অভয়ারণ্য

পোড়া মাংসের আঙুলে ছুঁয়ে যাই তোমার গাল 
আমার ছাই ভেসে যায় অকাল বর্ষায় 
শীতের বনে আগুন লাগলে
শুখা কাঠ জ্বলে বেশি 
ভাবি এ আগুনে কটা বাসা পুড়ে গেল 
ঠোঁটে তোলা বাসা পুড়ে গেলে 
কেউ মাংস খাবে, কেউ তুলে নেবে ডিম
অথচ তুমি বলেছিলে
অভয়ারণ্য




বিজ্ঞান আমাদের যা জানিয়েছে

আমরা যা দেখি অতীতই দেখি।

আমি দেখি তুমি দূরে সরে যাচ্ছ, তুমি দেখ আমি যাচ্ছি।

আমরা যত দ্রুতই ছুটি আলো ছুঁতে পারি না।

আকাশের গায়ে যত তারাকে জ্বলতে দেখি, তাদের অনেকেরই বুকের আগুন নিভে গেছে।

এই জগতের সব কিছুই দূরে দূরে সরে যাচ্ছে।

আমাদের সূর্যও একদিন ঠাণ্ডা হয়ে যাবে।

যখন কিছু ভার হতে হতে কৃষ্ণ গহ্বর হয়ে যায়, তখন তার থেকে আলোরও মুক্তি নেই।


2 comments:

  1. দ্বিতীয় লেখা বেশি ভালো লাগলো

    ReplyDelete
    Replies
    1. অনেক ধন্যবাদ। দ্বিতীয় কবিতা আসলে বছর দিয়েক আগে লেখা। এতদিনে প্রকাশ পেল।

      Delete