বাক্‌ ১৪২ ।। পৌলমী গুহ



কবিতা ১


আকাশে চিৎকার জমে থাকে
সেসব রেখে পৃথিবীতে নেমে আসে কেউ কেউ
পৃথিবী ধুঁকছে,
খুশি হবো ভেবে চোখে যন্ত্রণার ঘোর লাগে
পাঁজরের অশুদ্ধ রঙ
হাতে লাল হয়ে ঝরবে
দু'দিন পর পৃথিবী ও আকাশ সুখী হবে

কবিতা ২

সাতটি যন্ত্রণা সাজাই হাতের পাতায়
প্রেম থেকে ঘৃণা খুবলে
তার ময়দার শরীরে চালান করি
প্রেম হা হা হাসায়,
হো হো কাঁদায়
প্রতিহিংসা জিতে যাবে ভাবি
অ্যাশট্রেতে বুকপোড়া ছাই জমতে থাকে

কবিতা ৩

শ্বাস নিলে ক্ষতস্থান টের পাই
প্রাণপনে শ্বাস চাপি
মৃত্যুর ঘর পূর্ণ হলে অসহায় পৃথিবী,
বসন্ত বেচে দেবে
এই আশা করি

নরপশু প্রেম খুঁজে মরে


1 comment:

  1. তিনটি কবিতাই ভাল । তবে এই কবিতাগুলো যদি একসঙ্গে দীর্ঘ একটা সিরিজ বা গুচ্ছকবিতা আকারে পাওয়া যেত, বেশ ভাল হত । একসঙ্গে এরকম ছোট কবিতার অন্তত বিশ-ত্রিশটি একসঙ্গে পেলে তা একান্তে পড়তে পাঠকের ভাল লাগবে । অন্তত আমার লাগবে । আমি এ ধরণের ছোট ছোট গুচ্ছকবিতা ছুটির দুপুরে শান্ত রৌদ্রে বাড়ির ছাদে গাছ অথবা টিনের ছায়ায় চেয়ার পেতে বসে পড়ি । ফলে কবিতাগুলোর মধ্যে কবির জীবনকে দেখা যায় ,কবির চিৎকার ও আর্তি শোনা যায়, তাঁর মননকে উপলব্ধি করা যায় । এবং,সেখান থেকে সেই কবিতাগুলো নিয়ে লিখতে ইচ্ছে করে । সম্ভব হলে এমন কবিতা আরও লিখবেন, গুচ্ছাকারে । শুভেচ্ছা নেবেন ।

    শুভদীপ নায়ক

    ReplyDelete