বাক্‌ ১৪২ ।। সবর্ণা চট্টোপাধ্যায়



বহুদিন পর

বহুদিন শরীর থেকে চলে গেছে প্রিয় পুরুষের ঘ্রাণ
বলা হয়নি কোন কথাই!
চেনা ঠিকানায় বারবার টোকা দিই
ইনবক্সে জেগে ওঠে দুচারটে অক্ষর।

পাতার পর পাতা
অথচ বিগত কতবছর চিঠিও লিখিনি আর
তবু রাত জাগি। বইয়ের পাতা আঁকড়ে থাকে 
বাকি ঘুম।

ঝরে পড়ে শিশির
কানায় কানায় জং
অন্ধ ঠিকানার চেনা গলিতে যেখানে
সন্ধে হলে আজো গির্জার মোড়ে ঘন্টা বাজে ঢংঢং
দুজন কিশোর কিশোরী হয়ত অভিসারে এসেছে তখন
আমরা তখনো শহরের দুটো জ্যান্ত রেস্তোরায়
কাঁটাচামচ আর ছুরি হাতে 
কেটে নিচ্ছি ল্যাম্বচপস্

যদি কামড়ে ফেলো জিভ
জানবে, নাম নিয়েছি কোথাও কোনখানে 
সবার অলক্ষ্যে, 

আদর করব বলে!

1 comment:

  1. বেশ। পুরো কবিতা শরীরের ভার ভহন করে আছে শেষ চারটি লাইন।ভিত বেশ শক্তপোক্ত।শুভেচ্ছা।

    ReplyDelete