বাক্‌ ১৪২ ।। সায়ন্তনী হোড়


বিচ্ছেদের ক্রিয়াপদ

একটা অস্থির জলঠোঁটের কোণায়
তীব্র মন খারাপ লেগে থাকে

শুধু মৃত্যুর গায়ে কোনো রামধনু আঁকা নেই বলে
প্রতিটা সকাল ভীষণ চরিত্রহীন মনে হয়

ফুলের
  গায়ে জ্যামিতিক চিত্রনাট্য
লেখার আগে
  লুপ্তকোষের ভাষা সংক্রামিত হতে থাকে প্রকৃতির দিকে

মাটির নীচে ক্রিয়াপদের নকশা আঁকতে আঁকতে
খুলে যায় স্মৃতির নদী

শুধু তার জন্মদিন এগিয়ে আসলে
বিস্ফোরিত হতে থাকে ঝুলে থাকা কথোপকথন


5 comments: