বাক্‌ ১৪২ ।। রাহেবুল



দুরাকাঙ্ক্ষের বৃথা ভ্রম


... কাঁদেনা যক্ষে কাঁদেনা।
[পাঠান্তর: কাঁদেনা কন্যে কাঁদেনা।]

হিম
এবং
+  আলয়
+  ঘর
চোঁয়ানো হিমেল                                
নৃবিন্দু
বিন্দুসার

আলোরা আলু
আলুরা আলো

অপেরা দাক্ষায়ণী। চলে

বেগুনের বিচি থিকিথিকি; ততগুলি দেব্‌তা
সকলে রাজা; বনেছিল কেমনে তা জানিনা

ধি ধি ধিৎকারস্পার্মগুলো গলিয়া পড়িলে হুজুগে কহেন কেহ

হিমেল বাতাস বা হিমেল হাওয়া একখান বধ্যভূমে দুরাকাঙ্ক্ষী কত না কাল
হিমেল বাতাস বা হিমেল হাওয়া একখান + বধ্যভূম + এক দুরাকাঙ্ক্ষী + কত আকাল

12 comments:

  1. Replies
    1. মন্তব্য করে সাড়া দিয়েছেন বলে ধন্যবাদ জানাই...

      Delete
  2. অনবদ্য ভাবনা। ভালো লাগল।

    ReplyDelete
  3. Replies
    1. ধন্যবাদ জানাই সাড়া দেবার জন্যে...

      Delete
  4. Replies
    1. তুমিই হয়তো সবচেয়ে ভালো জানবে এ কবিতাগুলির রসায়ন...

      Delete
  5. আপনি তো আলাদা।। স্বতন্ত্র আবেদন।।

    ReplyDelete
    Replies
    1. আপনার মনে হওয়া এবং উপলব্ধি সত্য হোক...

      Delete
  6. তোমার কবিতা এক আলাদা স্তর দেয়।
    শুভকামনা

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ জানাই সাড়া দেবার জন্যে...

      Delete